Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমিককে ছুরিকাঘাতের ঘটনায় প্রেমিকা কারাগারে


১৮ জানুয়ারি ২০১৮ ২০:০৬

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর শাহবাগে প্রেমিক আল আমিনকে ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলায় ইডেন কলেজের ছাত্রী লাভলী ইয়াসমিন মিতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামি লাভলীকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার এসআই অমল কৃষ্ণ দে।

অপরদিকে লাভলীর পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করেন ।

আদালত জামিন শুনানির জন্য আগামি ২২ জানুয়ারি দিন ধার্য করে লাভলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গত বুধবার বিকেলে বুয়েট ক্যাম্পাসের সামনের রাস্তায় আল আমিনের সঙ্গে লাভলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভ্যানিটি ব্যাগ থেকে চাকু বের করে লাভলী তার প্রেমিকের পিঠে চাকু মারে। এতে গুরুতর আহত হলে আশপাশের লোকজন আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ওই ঘটনায় লাভলী পালিয়ে যেতে চাইলে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাকুসহ লাভলীকে গ্রেপ্তার করে।

ওই ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ আল আমিনের ছোট ভাই মো. আওলাদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সারাবাংলা/এআই/এমআই

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর