Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সকালে ভাড়া বাসায় প্রবেশ, বিকেলে গলা কেটে ‘হত্যা’


১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৪৬ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ২১:০২

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় একটি বাসা থেকে গলা কেটে হত্যা করা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে পাহাড়তলী আব্দুল আলী নগর এলাকায় নেছারিয়া মাদরাসার সামনে একটি সেমিপাকা বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) অর্ণব বড়ুয়া সারাবাংলাকে জানান, ওই যুবক কয়েকদিন আগে বাসাটি ভাড়া নেন। আজ (শনিবার) সকাল ১১টার দিকে স্ত্রী পরিচয়ে এক নারীসহ ওই বাসায় ওঠেন। বিকেল তিনটার দিকে স্থানীয়দের কাছ থেকে হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

তিনি বলেন, ‘ওই যুবকের নাম-পরিচয় কিছুই বাড়ির মালিক জানেন না। তার জাতীয় পরিচয়পত্রও নেওয়া হয়নি। স্ত্রী পরিচয় দেওয়া নারীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।’

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

সারাবাংলা/আরডি/এমএইচ

গলা কেটে হত্যা চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর