Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে বিদেশী পিস্তলসহ মাদক বিক্রেতা আটক


১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ছয় রাউন্ড গুলি ভর্তি বিদেশী পিস্তলসহ মাদক বিক্রেতা ও শীর্ষ সন্ত্রাসী ফারুক মিয়া ওরফে তাবিজ ফারুক আটক হয়েছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে খাগড়াছড়ি শহরের নেন্সী বাজার থেকে তাকে আটক করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটো জানান, ফারুক মিয়া ওরফে তাবিজ ফারুক এক হাজার পিস ইয়াবার চালান নিয়ে এসেছে— এমন তথ্যের ভিত্তিতে শনিবার দুপুর ১টার দিকে পুলিশ তার নেন্সী বাজারের বাসায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফারুক মিয়া পালানোর চেষ্টা করে। পুলিশ ফারুকের বাসায় ইয়াবা খুঁজতে গিয়ে ছয় রাউন্ড গুলিভর্তি একটি আমেরিকায় তৈরি পিস্তল উদ্বার করে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তাবিজ ফারুক দীর্ঘ ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। শনিবারের ঘটনায় বিরুদ্ধে খাগড়াছড়ি থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এজেড/আরএ

পিস্তল আটক পুলিশি অভিযান

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
৫ জুলাই ২০২৫ ১৯:৫৬

আরো

সম্পর্কিত খবর