Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুপুরের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে: তিতাস


১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১১:২৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: আজ রোববার দুপুর নাগাদ গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি। এরই মধ্যে বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

তিতাস গ্যাস কোম্পানির পরিচালক মোস্তফা কামাল সারাবাংলাকে জানান, ‘রোববার সকালে গ্যাস পাইপলাইনের কাজ শেষ হয়েছে। সকাল ৮টার পর থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। দুপুর নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে।’

আরও পড়ুন:  যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

এদিকে, গ্যাস পাইপলাইনের ক্রুটি সারাতে কাজ করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। জিটিসিএলের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুক্রবার বিকেলে সাভারের আশুলিয়া সিটি গেট ষ্টেশনে (সিজিএস) পাইপলাইন ফেটে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। যে কারণে শনিবার সারাদিন গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। শনিবার দুপুর ১২টা থেকে জিটিসিএল লাইন মেরামতের কাজ শুরু করে।

পাইপলাইন মেরামত শেষে রোববার সকাল থেকেই গ্যাস সরবরাহের কাজ শুরু হয়েছে। দুপুর নাগাদ সব এলাকায় গ্যাস সরবরাহ করা হবে।

সারাবাংলা/এইচএ/জেএএম

গ্যাস রবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর