Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থ আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তার ১০ বছর কারাদণ্ড


১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩১

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের টাকা আত্মসাৎ মামলায় ব্যাংকের সাবেক সহকারী পরিচালক এস এম গিয়াস উদ্দিনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।  একইসঙ্গে ওই আসামিকে ৬৪ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

এদিন, আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।  এরপর সাজা পরোয়ানা দিয়ে আসামিকে কারাগারে পাঠানো হয়।

অন্য দুই আসামি মকবুল হোসেন ও মহিউদ্দিন মৃধার অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন। মামলাটি চলার সময়ে আজিজুল হক নামের আরেক আসামি মারা যাওয়া তাকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে এ ব্যাংককের বিভিন্ন শাখায় অ্যাকাউন্ট খুলে ৫২ লাখ ৫৯ হাজার ৭০০ টাকা আত্মসাৎ করেন।

অভিযোগে আরও বলা হয়, ১৯৯৬ সালের ৮ নভেম্বর  থেকে  ১৯৯৭ সালের ৫ মার্চ মধ্যে পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন শাখার ভুয়া নাম পরিচয় দিয়ে মিথ্যা লোককে শনাক্ত করে অ্যাকাউন্ট করেন।  আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে ৫২, ৫৯, ৭০০ টাকা আত্মসাৎ করেন।

ওই ঘটনায় ১৯৯৭ সালের ২৫ মে মতিঝিল থানায় মামলাটি দায়ের করা হয়।

২০০৩ সালের ৫ জানুয়ারিতে মামলাটি তদন্তকারী কর্মকর্তা মো. আব্দুল হান্নান সিনিয়র পুলিশ সুপার সিআইডি মামলার তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন।

আসামি পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলে মাসুদ আহমেদ তালুকদার রাষ্ট্র থেকে উপস্থিত ছিলেন আবুল হোসেন।

সারাবাংলা/এআই/এমএনএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর