Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহাবস্থান নিশ্চিতে ডাকসু নির্বাচন ৩ মাস পেছানোর দাবি ছাত্রদলের


১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৪৪

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

ঢাবি: ডাকসু নির্বাচন তিনমাস পেছানোর দাবিতেই অনড় রয়েছে ছাত্রদল। আজ রোববার দুপুরে তৃতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এসে এই তথ্য জানান ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আকরামুল হাসান।

তিনি বলেন, ‘দলীয় শিক্ষকদের অধীনে যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে সেটার পুনর্গঠন করতে হবে। আমরা উপাচার্যকে যে সাতদফা দাবি জানিয়েছি তার বাস্তবায়ন করতে হবে। স্থিতিশীল সহাবস্থানের জন্য আমরা এখনো নির্বাচন তিনমাস পেছানোর দাবি জানাচ্ছি।’

রোববার দুপুর ১২টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বে ৪০-৪৫ জন ছাত্রদলকর্মী মধুতে আসেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী উপস্থিত ছিলেন। তারা গণমাধ্যমে অনানুষ্ঠানিক বক্তব্য দেন। গত ৭ ফেব্রুয়ারি সহাবস্থান নিশ্চিতসহ সাতদফা দাবিতে বিশ্ববিদ্যালয় উপাচার্যকে ছাত্রদল যে স্মারকলিপি দিয়েছিল তা পুনর্ব্যক্ত করে এবং দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান সাংবাদিকদের বলেন, ‘আমরা একটি স্থিতিশীল সহাবস্থান চাই। আমরা মধুর ক্যান্টিন থেকে আমাদের রাজনৈতিক যাত্রা শুরু করব। পাশাপাশি হলে থাকার যাদের অধিকার আছে তাদেরকে হলে থাকার ব্যবস্থা করতে হবে। এজন্য আমরা প্রশাসনের কাছে আবারও দাবি জানাচ্ছি।’

দাবি আদায় না হলে নির্বাচনে থাকবেন কি-না এমন প্রশ্নের জবাবে আকরামুল হক বলেন, ‘আমরা ডাকসু নির্বাচনের ব্যাপারে ইতিবাচক থাকতে চাই। সবশেষ যে ডাকসু নির্বাচন হয়েছে সেটাতে জাতীয়তাবাদী ছাত্রদল দ্বিগুণ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘যদি একটি নিরপেক্ষ এবং অবাধ নির্বাচনের ব্যবস্থা হয় তাহলে ছাত্ররা আবারও জাতীয়তাবাদী ছা্ত্রদলের ওপর আস্থা রাখবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

সম্পর্কিত খবর