Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে হত্যা মামলার তিন আসামি অস্ত্রসহ গ্রেফতার


১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:০১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় চাঞ্চল্যকর একটি হত্যা মামলার তিন আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে ‍পুলিশ। রোববার (১৭ ফেব্রুয়ারি) ভোরে নগরীর উত্তর আগ্রাবাদের নবী কলোনির মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম।

তিন আসামি হলেন, সোহেল রানা (২৮), মো. এমরান (২১) ও মো. সুমন (২৭)।

ওসি সারাবাংলাকে জানান, সোহেলের কাছ থেকে একটি এলজি, এমরানের কাছে ৪ রাউন্ড কার্তুজ পাওয়া গেছে। এছাড়া সুমনের কোমরে তল্লাশি করে পাওয়া একটি ছোরা জব্দ করা হয়েছে।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন সারাবাংলাকে জানান, গত বছরের গত ২৫ অক্টোবর আগ্রাবাদের দাইয়াপাড়া এলাকায় আব্দুল আজিজ জনি নামে এক যুবককে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাত করা হয়। এই ঘটনায় গ্রেফতার হওয়া জড়িতদের বিরুদ্ধে মামলা হয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা গত ৭ জানুয়ারি আবারও জনিকে ছুরিকাঘাত করে। চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ জানুয়ারি জনি মারা যান।

এই ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার তিনজন আসামি হিসেবে আছেন। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা দায়ের হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক জহির।

সারাবাংলা/আরডি/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর