Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টে অন্তর্ভুক্তি : ২৫ বছর অভিজ্ঞদের লিখিত পরীক্ষা কেন নয়


১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১৪

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।। 

ঢাকা: হাইকোর্টে আইনপেশায় অন্তর্ভুক্তিতে ২৫ বছর অভিজ্ঞদের  কেন  লিখিত পরীক্ষা দিতে হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন  আদালত।

এক আইনজীবীর দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (১৮ ফেব্রুয়ারি)  বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আইনসচিব, বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সচিব, এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যানসহ ৭ বিবাদীকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। পরে তিনি সাংবাদিকদের বলেন, গত বছরের ৩০ জুলাই একটি সরকারি গেজেট জারি করা হয়।এতে হয়, আইনে ডিগ্রিধারীরা নিম্ন আদালতে একাধারে ২৫ বছর আইন পেশায় থাকলে তাকে হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তিতে লিখিত পরীক্ষা দিতে হবে না।  তবে সংশ্লিষ্ট বোর্ডে মৌখিক পরীক্ষার জন্য আবেদন করতে হবে।

এর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী শফিউল ইসলাম সুমন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন। এ আবেদনের শুনানি নিয়ে এ রুল জারি করেন।

আদালতে  রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন  সহকারী অ্যাটর্নি জেনারেল পূরবী শর্মা।

সারাবাংলা/ এজেডকে/ জেডএফ

আইনপেশা রুল হাইকোর্টে অন্তর্ভুক্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর