Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে তালিকা: ধলেশ্বরী নদী দখলে ৩ প্রতিষ্ঠান, ৩৭ ব্যক্তি


১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৫০

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ধলেশ্বরী নদীর জমি দখলদারদের তালিকা জমা দিয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন ও স্থানীয় ভূমি অফিস। তালিকায় বেসরকারি একটি বিদ্যুৎকেন্দ্রসহ ৩টি প্রতিষ্ঠান ও ৩৪ ব্যক্তির নাম উঠে এসেছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) মইনুল ইসলাম চৌধুরী ও আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে এ তালিকা জমা দেওয়া হয়। আগামী ২৫ ফেব্রুয়ারি এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ঠিক করেছেন আদালত।

অবৈধ দখলদার তিন প্রতিষ্ঠান হলো, মানিকগঞ্জ পাওয়ার জেনারেশনস লিমিটেড, জাগরণী চক্র ও পেন্টা প্রোপার্টিজ লিমিটেড।

এদিন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ উচ্ছেদ অভিযানের নির্দেশনা চেয়ে আদেশ দেওয়ার আর্জি জানান। অন্যদিকে লিখিত জবাব দিতে সময় চায় মানিকগঞ্জ পাওয়ার জেনারেশনস লিমিটেড।

মানিকগঞ্জে ধলেশ্বরী নদীর জায়গা দখল করে ডরিন পাওয়ার (মানিকগঞ্জ পাওয়ার জেনারেশনস লিমিটেড) বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে- বিষয়টি গণমাধ্যমে উঠে এলে গত বছরের ২৩ অক্টোবর রুল জারি করেন আদালত।

সেই সঙ্গে মানিকগঞ্জে ধলেশ্বরী নদীর জমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা অপসারণ করতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়। এছাড়া মানিকগঞ্জের ধলেশ্বরী নদীকে সিএস/আরএস রেকর্ড অনুযায়ী, তার মূল সীমানা রক্ষার্থে বিবাদীদের জবাব চেয়েও রুল দেন আদালত।

আদালতের আদেশের পর অবৈধ দখলদারদের তালিকা করে নদী রক্ষা কমিশন ও ভূমি অফিস।

সারাবাংলা/এজেডকে/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর