Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৯ বছরে নিপাহ ভাইরাসে মারা গেছেন ২১১ জন


১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:২৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, সারাদেশে ১৯ বছরে নিপাহ ভাইরাসে মারা গেছেন ২১১ জন।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) আইইডিসিআর মিলনায়তনে আয়োজিত ‘নিপাহ রোগ বিস্তাররোধে গণসচেতনতা: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এই তথ্য জানান।

ফ্লোরা বলেন, এ পর্যন্ত ৩০৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চলতি বছরেও দুইজন আক্রান্ত হন। তাদের মধ্যে একজন মারা গেছেন। বাংলাদেশে নিপাহ ভাইরাস ছড়াচ্ছে কেবল কাঁচা খেজুরের রস খাওয়ার মাধ্যমে। এ সময় খেজুরের রস ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেন তিনি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন আইইডিসিআরের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর, হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ, সদস্য শিশির মোড়ল, মনিরুজ্জামান উজ্জ্বলসহ অন্যরা।

সারাবাংলা/জেএ/এটি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর