Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থ আত্মসাতের মামলায় রেলের ৭ কর্মকর্তা কারাগারে


১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪১

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: রেলের ভূমিকে ব্যক্তি মালিকানাধীন দেখিয়ে  অর্থ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির ভূমি অধিগ্রহণ শাখার বর্তমান ও সাবেক ৭ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ এই আদেশ দেন।

এর আগে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।  বিচারক জামিনের আবেদন শুনানি শেষে তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন—ভূমি অধিগ্রহণ শাখার কানুনগো চৌধুরী গোলাম মর্তুজা, মজিবুল হক, ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার কবির হোসেন, ওয়াসিম খান, আফজাল হোসেন, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (অব.) পরমানন্দ পাল ও মজিবুর রহমান।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজসে লাভবান হতে ক্ষমতার অপব্যবহার করে রেলওয়ের ভূমিকে ব্যক্তি মালিকানাধীন দেখিয়েছেন।  একইসঙ্গে প্রতারণার মাধ্যেমে তারা ক্ষতিপূরণের কোটি কোটি টাকা আত্মসাৎ করেন।

এরআগে, আসামিরা হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন নেন।  জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তারা বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

সরাবাংলা/এআই/এমএনএইচ

আইন-বিচার মামলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর