সুবর্ণা মুস্তাফা আনন্দিত, ভীতও
২০ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩২
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
সংসদ ভবন থেকে: প্রথমবারের মতো সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। শপথ নেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, সংসদে প্রতিনিধিত্ব করতে পেরে একদিকে যেমন তিনি আনন্দিত, তেমনি ভীত-ও। একইসঙ্গে তিনি প্রত্যয় জানিয়েছেন, তার ওপর অর্পিত সব দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন।
বুধবার (২০ ফেব্রুয়ারি) সকালে নারী এমপি হিসেবে শপথগ্রহণ শেষে সারাবাংলাকে দেওয়া প্রতিক্রিয়ায় এ কথা বলেন সুবর্ণা। সকাল সাড়ে ১০টায় শেরে বাংলা নগরে সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে অনুষ্ঠিত হয় নারী এমপিদের শপথগ্রহণের আনুষ্ঠানিকতা।
আরও পড়ুন : দেশের ঊর্ধ্বে কিছুই নেই, দেশের জন্য কাজ করবো: সুবর্ণা মুস্তাফা
সুবর্ণা মুস্তাফা সারাবাংলাকে বলেন, ‘শপথ নিয়ে আনন্দ লাগছে, ভয়ও লাগছে। এই অঙ্গনটি তো আমার পরিচিত নয়, সে কারণে একটু ভয় লাগছে। তবে আমি খুবই খুশি ও আনন্দিত। বলতে পারেন, আনন্দ ও ভয়ের মাঝখানে যে অনুভূতি, তা বিরাজ করছে।’
আওয়ামী লীগের পক্ষ থেকে সংরক্ষিত মহিলা এমপি হিসেবে মনোনয়ন দেওয়ায় দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সুবর্ণা। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি আমার ওপর আস্থা রেখে আমাকে এমপি বানিয়েছেন। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব।’
আরও পড়ুন : মুহম্মদ খসরু: আপসহীন চলচ্চিত্রপ্রেমী
অভিনেত্রী হিসেবে নব্বইয়ের দশক থেকেই মানুষের মনে স্থান করে নিয়েছেন সুবর্ণা মুস্তাফা। এবার জাতীয় সংসদে গিয়ে মানুষের জন্য কথা বলতে চান, কাজ করতে চান। তিনি বলেন, ‘সংসদে জনগণের পক্ষেই কথা বলব, উন্নয়নের জন্য কথা বলব। আমার ওপর যে দায়িত্ব পড়বে, তা পূরণ করব। সন্ত্রাস, দুর্নীতি, মাদক, জঙ্গিবাদ ও জামায়াত-শিবিরের বিরুদ্ধে আমার বলিষ্ঠ পদক্ষেপ থাকবে।
এর আগে, গত ৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের পক্ষ থেকে সংরক্ষিত মহিলা আসনের এমপিদের সম্ভাব্য তালিকা প্রকাশ করা হয়। ওই সময়ই জানা যায়, সংরক্ষিত মহিলা এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে যাচ্ছেন সুবর্ণা মুস্তাফা। সে সময় সারাবাংলাকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, ‘আমি ছোটবেলা থেকেই একটা দীক্ষায় দিক্ষিত। সেটা হচ্ছে বাংলাদেশ আমার দেশ। দেশের ঊর্ধ্বে কিছুই নেই। আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, সেটা যথাযথভাবে পালন করবো। দেশের জন্য কাজ করব।’
সারাবাংলা/এএইচএইচ/টিআর
আরও পড়ুন : বইটি নিয়ে বিতর্ক তৈরি হতে পারে: প্রিয়তী
আরও দেখুন :
ফাগুন হাওয়ায় ।। বিহাইন্ড দ্য সিন ।। ভিডিও স্টোরি