একুশের চেতনা আজ ভূলুণ্ঠিত: মির্জা ফখরুল
২১ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৩৬
।।স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যে গণতান্ত্রিক চেতনা নিয়ে উপনিবেশিক শাসনের বিরুদ্ধে ১৯৫২ সালে ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই চেতনা আজ ভূলুণ্ঠিত।
অমর একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরির মিছিল শেষে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলন চলবে : মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভোটের অধিকারসহ গোটা জাতি আজ তাদের মৌলিক অধিকার হারিয়ে ফেলেছে। গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে গত এক বছর কারাগারে আটক রাখা হয়েছে। বিএনপির হাজার নেতাকর্মী সমর্থকদের আটকে রাখা হয়েছে। আমরা অবিলম্বে খালেদা জিয়াসহ কারাবন্দি সকল নেতাকর্মীর মুক্তি দাবি করছি।’
একুশের ভাষা শহিদ, মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা শহীদ মুক্তিযোদ্ধাসহ গণতান্ত্রিক আন্দোলনের সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা মনে করি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অমর একুশের চেতনা সহায়ক ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: হতাশ হবেন না: মির্জা ফখরুল
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, নির্বাহী সদস্য রফিক সিকদারসহ অন্যরা।
সারাবাংলা/এজেড/এমএইচ