Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ে ৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু


২৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৪৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

রাজবাড়ী: ঘন কুয়াশার কারণে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল সাময়িক বন্ধ ছিল।

বিআইডব্লিটিসি’র দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যাবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ্ রনি সারাবাংলাকে বলেন, ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর দিক নির্দেশনা বাতিগুলো ঘাপসা হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া যানবাহন বোঝাই ছয়টি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়। সকাল ৯ টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে তিন শতাধিক যানবাহন সিরিয়ালে রয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসজে/এমএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর