Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংরেজি না জেনেও অনেক দেশ উন্নতি করেছে: পরিকল্পনামন্ত্রী


২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৫১ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ২০:০৪

পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান (ফাইল ছবি)

।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: পৃথিবীর অনেক দেশের মানুষ ইংরেজি জানেন না বা জানলেও কম জানেন বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান। তিনি বলেন, ‘ইংরেজি না জেনেও অনেক দেশ উন্নতি করেছে।’ রোববার (২৪ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়েজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে পরিকল্পনা বিভাগ।

বিজ্ঞাপন

পরিকল্পনামন্ত্রী বলেন, নিজের মাতৃভাষাকে অবহেলা করে উন্নত দেশে পৌঁছাতে হবে এমন কোনো কথা নেই। জাপান, চীন ও কোরিয়াসহ পৃথিবীর অনেক দেশের মানুষ ইংরেজি জানেন না বা কম জানেন। কিন্তু তারা তো আজ অনেক উন্নতি করেছে। অন্যদিকে লাওসসহ বিভিন্ন দেশের মানুষ ইংরেজিতে কথা বলে। কিন্তু তারা তো উন্নত হতে পারছে না। সুতরাং উন্নত জাতি হতে হলে ঐক্যবদ্ধভাবে সবাইকে পরিশ্রম করতে হবে। নিজের সংস্কৃতি, নিজের মাতৃভাষাকে অবহেলা করা যাবে না।’

পরিকল্পনা বিভাগের সচিব মো. নুরুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পরিকল্পনা কমিশনের সদস্য শামীমা নার্গিস ও সুবীর কিশোর প্রমুখ।

সারাবাংলা/জেজে/এমএনএইচ

ইংরেজি পরিকল্পনামন্ত্রী

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর