Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ইয়াবা বিক্রেতা দুই ভাইকে কারাদণ্ড


২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৩৯ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রাজবাড়ী:  রাজবাড়ীতে ৩৭০ পিস ইয়াবাসহ আটক দুই ভাইকে দেড় বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে।

রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকালের দিকে জেলা শহরের বিনোদপুর ভাজনচালা এলাকার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আসামিরা হলেন-  ওই এলাকার মৃত গোপাল চন্দ্র কর্মকারের ছেলে স্বাধীন কর্মকার (২৮) ও সৌরণ কর্মকার (২১)।

এদিন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর মাহমুদ খাঁন সারাবাংলাকে জানান,  বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান খানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বাধীন কর্মকার ও সৌরণ কর্মকারের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

বিজ্ঞাপন

অভিযানের সময় ৩৭০ পিস ইয়াবাসহ ওই দুই ভাইকে আটক করা হয়। এরপরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান খাঁন আটক দুই ভাইকে দেড় বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।

সারাবাংলা/এআই/এমআই

ইয়াবা মাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর