Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উড়োজাহাজ ছিনতাই চেষ্টা: প্রতিমন্ত্রীর ব্রিফিং দুপুরে


২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪৬

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টার ঘটনা নিয়ে ব্রিফিং করবেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই প্রেস ব্রিফিং হবে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ এ তথ্য জানিয়েছেন। বিফ্রিংয়ে মন্ত্রণালয়ের সচিব মো. মুহিবুল হকও উপস্থিত থাকবেন।

এর আগে বিমান ছিনতাইয়ের ঘটনা তদন্তে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোকাব্বির হোসেনকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকালে বিমান বাংলাদেশে বিজি-৭৩৭৮০০ ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার পথে সন্ত্রাসীর কবলে পড়ে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের পরপরই জরুরি অবতরণ করে। পরে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো টিমের সঙ্গে র‌্যাব, পুলিশের সম্মিলিত অভিযানে ওই অস্ত্রধারীর মৃত্যু হয়।

আরও পড়ুন:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় কমান্ডোদের অভিযান
চট্টগ্রাম বিমানবন্দরে সন্ত্রাসীর কবলে বিমানের উড়োজাহাজ!

সারাবাংলা/ইউজে/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর