উড়োজাহাজ ছিনতাইচেষ্টা: বিমানের ক্রুদের পুরস্কৃত করার দাবি সংসদে
২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:২২
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
সংসদ ভবন থেকে: ছিনতাইকারীর কবলে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটে কর্মরত ক্রুদের পুরস্কার দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সংসদ সদস্য মঈনুদ্দীন খান বাদল।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর উদ্দেশে তিনি বলেন, ওই উড়োজাহাজে পাইলটসহ যেসব ক্রু কাজ করেছেন, প্রত্যেকে অসম সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাদের কারণেই যাত্রীদের কেউ হতাহত হয়নি। আমি এই সংসদে আপনার (স্পিকার) মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাব, তাদের পুরস্কৃত করা হোক।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) স্পিকার শিরীন শারমিনের সভাপতিত্বে সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, রোববার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করেন একজন অস্ত্রধারী। পরে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটেলিয়নের নেতৃত্বে এক অভিযানে ছিনতাইকারীর মৃত্যু হয়। তবে এ ঘটনায় যাত্রী বা উড়োজাহাজের ক্রুদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার সময় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে উপস্থিত ছিলেন মঈনুদ্দীন খান বাদল। তিনি সে সময়কার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ঘটনাক্রমে আমি সেখানে উপস্থিত ছিলাম। সবকিছু লক্ষ্য করেছি। অস্ত্রধারী ব্যক্তি প্লেনের পেছন থেকে উড়ে এসে অশ্রাব্য ভাষায় গালাগালি করছিল। সে পাইলটকে বলেছে, দরজা খোলো। কিন্তু পাইলট দরজা খোলেনি। অনেক গণমাধ্যমে খবর বেরিয়েছে, পাইলটের সঙ্গে অস্ত্রধারীর মল্লযুদ্ধ হয়েছে। কিন্তু এরকম কিচ্ছু হয়নি।
জাসদের এই সংসদ সদস্য জানান, অস্ত্রধারী ঝামেলা তৈরির পর থেকেই পাইলট কৌশলে তাকে ব্যস্ত রাখার চেষ্টা করেছেন। অস্ত্রধারী বলেছে, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। পাইলট তাকে বলেছেন, অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দেওয়া হবে। তবে তার জন্য সময় লাগবে। পাইলট শুরু থেকেই চেষ্টা করেছেন অস্ত্রধারীকে ব্যস্ত রাখতে, যেন তিনি যাত্রীদের কোনো ক্ষতি না করতে পারেন।
বাদল জানান, পরে পাইলট যোগাযোগ করেন স্থানীয় বিমান বাহিনীর সঙ্গে। এবং শেষ পর্যন্ত তিনি অত্যন্ত দূরদর্শিতা দেখিয়ে ঠাণ্ডা মাথায় চট্টগ্রামে উড়োজাহাজটি ল্যান্ড করান।
মঈনুদ্দীন খান বাদল বলেন, বিমানে তিনটি মেয়ে ও দুইটি ছেলেসহ পাঁচ জন ক্রু কাজ করেছে। তারা দ্রুত বিমানের ফার্স্ট ক্লাস ও ইকোনমিক ক্লাসের মধ্যেকার দরজা খুলে দেয়। তারা যাত্রীদের আশ্বস্ত করেছে। বিমান ল্যান্ডিংয়ের পর দ্রুত তারা যাত্রীদের বের করে দিয়েছে। যেভাবে তারা বুদ্ধিমত্তার সঙ্গে কাজগুলো করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়।
বাদল আরও বলেন, পাইলট যখন নিশ্চিত হতে পেরেছেন যে ভেতরে কেউ নেই, তখন বিমান বাহিনীকে জানানো হয়, অভিযান চালানো যাবে। তখন সেনাবাহিনী, বিমান বাহিনী, র্যাব, পুলিশ সবাই মিলে অভিযান চালিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। আমি আর ডিটেইলসে সে বর্ণনায় যেতে চাই না।
উড়োজাহাজটির ক্রুদের পুরস্কৃত করার দাবি জানিয়ে এই সংসদ সদস্য বলেন, আমি বলব, এই প্লেনের পাইলট ও ক্রুরা অসম সাহসিকতা নিয়ে কাজ করেছে। আমি আপনার (স্পিকার) মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাব, তাদের যথাযথভাবে পুরস্কৃত করা উচিত।
ছিনতাইচেষ্টা ঘটনায় মাত্র ২ ঘণ্টা ৩২ মিনিট পর বিমানবন্দরকে স্বাভাবিক কার্যক্রমে নিয়ে আসাকেও বড় সাফল্য মনে করছেন বাদল। তিনি বলেন, অনেক দেশে গিয়েছি। অনেক এয়ারপোর্ট সারাদিন, সারারাত বন্ধ থাকে। কিন্তু আমরা মাত্র ২ ঘণ্টা ৩২ মিনিটে বিমানবন্দর সচল করতে পেরেছি। এটি একটি বড় সাফল্য।
এসময় পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীদের কাজেরও প্রশংসা করেন মঈনুদ্দীন খান বাদল। তিনি বলেন, সেখানে আমাদের ফায়ার ব্রিগেডের কর্মীরা অসামান্য কাজ করেছে। আপনার (স্পিকার) মাধ্যমে প্রধানমন্ত্রীকে বলতে চাই, অসম সাহসী এসব ছেলেমেয়েদের পুরস্কৃত করা উচিত।
সারাবাংলা/এএইচএইচ/টিআর
উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মঈনুদ্দীন খান বাদল