Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিবিয়ায় গৃহযুদ্ধ: হাফতার বাহিনীর হামলায় ১৯ বেসামরিকের মৃত্যু


২৫ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৩৩

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

লিবিয়ার দক্ষিণাঞ্চলে দেশটির সেনাপ্রধান খলিফা হাফতারের অনুসারীদের হামলায় শিশুসহ অন্তত ১৯ বেসামরিক নিহত হয়েছেন। দেশটির পার্লামেন্টের এক সদস্য এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।

দ্বিতীয় গৃহযুদ্ধ চলছে লিবিয়ায়। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে লড়াই করছে দেশটির সেনাপ্রধান হাফতারের অনুসারীরা। জানা যায়, রোববার (২৪ ফেব্রুয়ারি) লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মুরজুকে তেল সমৃদ্ধ মাঠের দখল নিতে হামলা চালায় হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) সদস্যরা।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদস্য মোহাম্মদ লিনু জানিয়েছেন, তাদের হামলায় মৃতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া পুড়ে গেছে ৩০টিরও বেশি বাড়িঘর। পুড়ে যাওয়া বাড়িগুলোর মধ্যে লিনুর নিজের বাড়িটিও রয়েছে।

তিনি আরও বলেন, একাধিক তেল উৎপাদনকারী সংস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। চুরি করা হয়েছে শতাধিক গাড়ি।

তবে আল জাজিরা জানিয়েছে, স্বতন্ত্রভাবে এসব তথ্য যাচাই করা যায়নি।

উল্লেখ্য, এক মাস আগ থেকেই মুরজুকের তেল সমৃদ্ধ মাঠগুলোর দখল নেওয়ার চেষ্টা করছে এলএনএ। মুরজুকের দখল নিতে পারলে তেল সমৃদ্ধ এল সাহারা মাঠের দখল নিশ্চিত করতে পারবে এলএনএ।

মাঠটি থেকে প্রতিদিন ৩ লাখ ১৫ হাজার ব্যারেল তেল উত্তোলিত হয়। চলমান গৃহযুদ্ধে এই শহরের দখল তাই বেশ গুরুত্বপূর্ণ। কেননা, দেশের অর্থনীতিতে এর অবদান উল্লেখযোগ্য।

সারাবাংলা/ আরএ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর