Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে রাসায়নিক সারের ঘাটতি ১৬ লাখ মেট্রিক টন


২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:১৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

সংসদ ভবন থেকে: চাহিদার তুলনায় দেশে রাসায়নিক সারের (ইউরিয়া) ঘাটতি ১৬ দশমিক ৫ লাখ মেট্রিক টন বলে জানিয়েছেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে ঢাকা-৭ আসনের সরকার দলীয় সংসদ সদস্য হাজী সেলিমের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।

শিল্প মন্ত্রী জানান, ঘাটতি পূরণে কাফকো, বাংলাদেশ ও বিদেশ হতে ইউরিয়া সার আমদানি করে চাহিদা মেটানো হচ্ছে। চাহিদা ও উৎপাদনের দীর্ঘ মেয়াদী ঘাটতি মেটাতে বার্ষিক পাঁচ লাখ আশি হাজার আটশ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড নামক সার কারখানা স্থাপন করা হয়েছে।

মন্ত্রী আরো জানান, বার্ষিক প্রায় ১০ লাখ মেট্রিক টন উদপাদন ক্ষমতার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার স্থাপনের প্রকল্প নেওয়া হয়েছে। দেশিয় উৎপাদন ও বিদেশ থেকে সার আমদানির ফলে দেশে সারের কোনো ঘাটতি দেখা দেয়নি।

সারাবাংলা/এএইচএইচ/জেএএম

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর