Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুর মরদেহ নিয়ে রাস্তায় বিক্ষোভ মিছিল


২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর দক্ষিণখান এলাকায় এক শিশুর মরদেহ নিয়ে সড়কে বিক্ষোভ মিছিল করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, শিশুটিকে হত্যার কথা থানায় জানানোর পরও মামলা নিচ্ছে না পুলিশ।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে দক্ষিণখান থানা।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দক্ষিণ খান থানার মুন্সি মার্কেটসহ আশপাশের লোকজন মরদেহটি নিয়ে রাস্তায় নামে।

এলাকাবাসীর অভিযোগ, সাত বছরের শিশু রিফাত তার বন্ধুদের সঙ্গে স্থানীয় এক বাড়িতে খেলতে গেলে বাড়িওয়ালা তাদের মারধর করেন। এতে রিফাতের মৃত্যু হয়। ঘটনা ধামাচাপা দিতে বাড়িওয়ালা বাড়ির পানির ট্যাংকিতে ফেলে দেয় রিফাতের মরদেহ। পরে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

এই ঘটনার বিচার চেয়ে মরদেহ দাফন করেনি পরিবার। অন্যদিকে অভিযুক্ত বাড়িওয়ালা প্রভাবশালী হওয়ায় পুলিশ মামলা নিচ্ছে না বলে দাবি বিক্ষোভকারীদের।

এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ খানথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন কুমার সাহা বলেন, ‘এলাকাবাসী লাশ নিয়ে থানায় আসলে বলা হয়, আগে দাফন কাফন করেন। আমরা তদন্ত করছি এরপর মামলাও নেবো। কিন্ত না মেনে তারা লাশ নিয়েই বিক্ষোভ শুরু করে।’

সারাবাংলা/ইউজে/এসএমএন

শিশুর মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর