Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্দোনেশিয়ায় অবৈধ খনিতে ভূমিধসে চাপা ৬০ জন


২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪৬ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ইন্দোনেশিয়ায় এক অবৈধ সোনার খনিতে ভূমিধসে অন্তত ৬০ ব্যক্তি মাটির নিচে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সুলাওয়েসি দ্বীপের বোলাং মঙ্গোদোও এলাকায় এই ঘটনা ঘটে। খবর বিবিসির।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত একজনের মৃতদেহ ও ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, একাধিক খনির গর্ত ও ভূখণ্ডীয় অবস্থার কারণে এই ভূমিধস হয়েছে।

সংস্থাটি বলেছে, আশঙ্কা করা হচ্ছে অন্তত ৬০ জন ব্যক্তি ভূমিধস ও পাথরের নিচে চাপা পড়েছেন।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, উদ্ধারকারী দল ও স্থানীয়রা রাত থেকে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করার চেষ্টা করছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় ছোট-আকারের সোনার খনি নিষিদ্ধ। তবে গ্রামীণ এলাকাগুলোতে ব্যাপক পরিমাণে এসব খনি রয়েছে। এসব অস্থায়ী খনিগুলোতে নিয়ন্ত্রণের অভাব ও দুর্বল স্থাপনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।

এসব খনি বন্ধের দাবিতে অধিকারকর্মীরা বহুদিন ধরে দাবি জানিয়ে আসছেন। তাদের ভাষ্য, কর্মসংস্থানের অভাবের কারণেই এসব অবৈধ খনিতে কাজ করতে যায় মানুষ।

সারাবাংলা/ আরএ

ইন্দোনেশিয়া খনি ভূমিধস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর