।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজনীতি দেশের মানুষের জন্য নিজের জন্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ক্ষমতাটা ভোগ করার বিষয় না, জনসেবার বিষয়। ’ বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্ন-উত্তর পর্বে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ সম্পূরক প্রশ্ন করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের কী ভালো, কী মন্দ, সেটা জানার চেষ্টা করি। মানুষের সমস্যাগুলো সমাধানেরও চেষ্টা করি। আমি মনে করি, জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। এটা আমাদের কর্তব্য। কাজেই সেটাকে আমি কতর্ব্য হিসাবেই নিয়েছি। ’
দেশটাকে জানাও একান্তভাবে প্রয়োজন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এ কারণেই চেষ্টা করে থাকি, কিভাবে মানুষের জন্য একটু কল্যাণকর কাজ করতে পারি। ’
সারাবাংলা/এনআর/এমএনএইচ