বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতার মৃত্যু
২৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫৬
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। বিজিবির দাবি, নিহত বেলাল হোসেন (৩৮) পেশায় একজন মাদক বিক্রেতা ছিলেন।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী থেকে বেলালের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বেলাল লক্ষীপুরের ভবানী গঞ্জের আব্দুল্লাহপুরের আবুল বাশারের ছেলে।
টেকনাফ বিজিবি-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ-জামান চৌধুরী জানান, আগেই বেলাল হোসেনকে আটক করা হয়। পরে তার সহযোগীদের ধরতে তাকে নিয়েই অভিযানে যান বিজিবির সদস্যরা। এসময় সেখানে ওঁৎপেতে থাকা তার সহযোগীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। বিজিবিও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। পরে বেলালের সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা, দুইটি মোবাইল ফোনসহ বেলালের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়।
সারাবাংলা/এসএমএন