Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ময়ূরপঙ্খী’র পাইলট-ক্রুদের প্রধানমন্ত্রীর অভিনন্দন


২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৫১

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ছিনতাইচেষ্টা থেকে রক্ষার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’র পাইলট ও ক্রুদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) গণভবনে ওই উড়োজাহাজের পাইলট ও কেবিন ক্রুরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী তাদের ‘হিরো’ হিসেবে আখ্যায়িত করেন। এসময় তিনি তাদের সাহসিকতা ও দূরদর্শিতার জন্য এই অভিনন্দন জানান।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

আরও পড়ুন- ৪২ মিনিট পায়চারি, ২০ মিনিট টয়লেটে, ৩৫ সেকেন্ডে সিকিউরিটি পার

খোকন জানান, সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেন, কোনো রকমের প্রাণহানি ও সম্পদহানি ছাড়াই বিমান ছিনতাই ঘটনার অবসান হওয়া বিশ্বে নজিরবিহীন। এটি অত্যন্ত সাহসিকতাপূর্ণ কাজ।

এসময় বিমানের পাইলট গোলাম শফী সেদিনের ঘটনার বিস্তারিত বিবরণ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তা গভীর মনোযোগ দিয়ে শোনেন  এবং পাইলট ও কেবিন ক্রুদের দক্ষতা ও দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটের ফার্স্ট অফিসার মুনতাসির মাহবুব ও পাঁচ কেবিন ক্রু এসময় উপস্থিত ছিলেন। এছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সচিব মহিবুল হক এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমেদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টা করেন পলাশ আহমেদ ওরফে মাহিবি জাহান। তার কাছে থাকা খেলনা পিস্তল দিয়ে তিনি ভীতি সঞ্চার করেন যাত্রীদের মধ্যে। পরে উড়োজাহাজটি চট্টগ্রামে অতরণ করলে পাইলট পলাশকে কথায় ব্যস্ত করে রাখেন। এর ফাঁকে বিমান ক্রু’রা যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে আনেন।

পাইলট উড়োজাহাজ ছিনতাইয়ের এই চেষ্টার কথা কন্ট্রোল টাওয়ারকে জানালে আইনশৃঙ্খলা বাহিনী উড়োজাহাজটি ঘিরে রাখে। পরে সেনা বাহিনীর প্যারা কমান্ডো ব্যাটেলিয়নসহ বিমান বাহিনী, পুলিশ, র‌্যাব ও এপিবিএন সদস্যরা ওই বিমানে অভিযান চালান। ৮ মিনিটের অভিযানে প্রাণ হারান ‘অস্ত্রধারী’ পলাশ।

পরে জানা যায়, নকল পিস্তলধারী তরুণ পলাশ ওরফে মাহিবি জামানের বাড়ি নারায়ণগঞ্জে। তিনি শোবিজ অঙ্গনে যুক্ত ছিলেন। ‘কবর’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন তিনি। শুধু তাই নয়, তিনি এতে অভিনয়ও করেন। আর তার সেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেন রাশিদ পলাশ।

আরও জানা যায়, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সিমলার সঙ্গে তার বিয়েও হয়েছিল। পলাশের পরিবার এ তথ্য জানায়। পরে সিমলা জানান, মাস চারেক আগে তাদের বিচ্ছেদ হয়ে গেছে।

সারাবাংলা/এনআর/টিআর

উড়োজাহাজ ছিনতাইচেষ্টা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর