Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপজেলা নির্বাচন: আরও দুই এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ ইসির


২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২১:০৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: সরকার দলীয় আরও দুই সংসদ সদস্য (এমপি)কে নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) । তারা হলেন, নাটোর-৪ আসনের আব্দুল কুদ্দুস ও নেত্রকোণা-৫ আসনের ওয়ারেসাদ হোসেন বেলাল।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সরকার দলীয় প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার করা ও আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তাদের নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসি।

এরআগে, বুধবার রাজশাহী-১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরীকে নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসি।

ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান বিষয়টি নিশ্চিত করে সারাবাংলাকে বলেন, ‘নাটোর-৪ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের আব্দুল কুদ্দুস ও নেত্রকোণা-৫ আসনের ওয়ারেসাত হোসেন বেলালকে তাদের নিজ নিজ সংসদীয় এলাকা ছাড়তে চিঠি পাঠানো হয়েছে।’

ফরহাদ আহাম্মদ আরও বলেন, ‘আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা কোনো নির্বাচনি প্রচারে অংশ নিতে পারবেন না। শুধু নির্বাচনি এলাকার ভোটার হলে ভোট দিতে যেতে পারবেন।’

উল্লেখ্য, আগামী ১০ মার্চ থেকে উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হচ্ছে। প্রথম ধাপের ভোটের জন্য প্রার্থীরা এখন প্রচারে রয়েছেন।

সারাবাংলা/ জিএস/এমএনএইচ

উপজেলা নির্বাচন নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

বিদেশ বিভুঁই। ছবিনামা-১
২৪ নভেম্বর ২০২৪ ২৩:০০

আরো

সম্পর্কিত খবর