Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে ভেজাল কীটনাশক ও সরঞ্জামাদি রাখার অভিযোগে আটক একজন


৩ মার্চ ২০১৯ ০২:৫৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

দিনাজপুর: জেলার হিলিতে ভেজাল কীটনাশক ও কীটনাশকের সরঞ্জামাদিসহ হাবিবুর রহমান নামে একজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এই সময় তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার ( ২ মার্চ ) রাত সাড়ে আটটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আবদুর রাফিউল আলম এই সাজা প্রদান করে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আবদুর রাফিউল আলম সারাবাংলাকে জানান, বালু, পাথরের কুচি, ইটের গুড়া দিয়ে ভেজাল কীটনাশক তৈরি হচ্ছে এমন একটি গোপন সংবাদ পাওয়া যায়। সেই সংবাদের ভিত্তিতে চৌধুরী ডাঙ্গাপাড়া বাজারে হাবিবুর রহমানের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালানো হয়। এই সময় ভেজাল কীটনাশক, কীটনাশক তৈরির সরঞ্জামাদিসহ অভিযুক্তকে আটক করে শাস্তি দেয়া হয়।

আটক হাবিবুর রহমান দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার চৌধুরি ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে।

সারাবাংলা/এসবি

ভেজাল কীটনাশক হিলি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর