ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি
৩ মার্চ ২০১৯ ১১:৫৮
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর প্রস্তুতি চলছে।
রোববার (৩ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে কাদেরের চিকিৎসার খোঁজ-খবর নিতে এসে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য জানান।
ড. হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অসুস্থ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছেন। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়া হচ্ছে। তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।’
এদিন সকাল সাড়ে ৭টায় বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের। এনজিওগ্রাম শেষে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। পরে হার্টে একটি রিং পরিয়ে ওবায়দুল কাদেরকে কার্ডিওলজি বিভাগের সিসিইউতে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রিভেনটিভ কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারিসুল হক বলেন, ‘ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে তিনি শঙ্কামুক্ত নন। ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না।’
এদিকে রোববার সকালে হাসপাতালে এসে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ‘উনি ভালো আছেন।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ওনাকে দেখতে হাসপাতালে অহেতুক ভিড় জমাবেন না। ভিড় জমলে তার চিকিৎসার ব্যাঘাত ঘটবে। এটি প্রধানমন্ত্রীর নির্দেশ।’
হানিফ বলেন, ‘আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাদের ভাইয়ের অসুস্থতার খবর শুনে হাসপাতালে সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিক যোগযোগ করছেন। কাদের ভাইকে সুস্থ রাখার জন্য আমাদের সবাইকে নিয়ম মেনে চলতে হবে। সেটা হলো কেউ এখানে যেন ভিড় না করে। কারও যদি ওনার সম্পর্কে জানার আগ্রহ হয় তাহলে সংশ্লিষ্ট চিকিৎসক বা ভিসি স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।’
এ সময় হাসপাতালের ভিসি কণক কান্তি বড়ুয়া বলেন, ‘ওনার অসংখ্য ভক্ত আছেন, উনি এতই জনপ্রিয় যে, এখানে উনি আসলেই রাজনৈতিক নেতাকর্মী হতে শুরু করে সকল শ্রেণির মানুষেন ভিড় লেগে থাকে। কিন্তু এবার যেন সে ভিড় না থাকে সে অনুরোধ করছি। আমি নিজেও উনার ওখানে গিয়ে ভিড় করবো না। উনার সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে যে কেউ হাপতালের পরিচালকদের সঙ্গে আলাপ করতে পারেন। কিন্তু উনাকে দেখতে ভিড় করবেন না।’
উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে বিদেশ নেয়া হতে পারে কিনা সাংবাদিকের এমন এক প্রশ্নের জবাবে ভিসি বলেন, ‘না। সেটা এখনই বলা যাচ্ছে না। আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর বলা যাবে।’
সারাবাংলা/এসএইচ/এনআর/জেএ/একে
আরও পড়ুন
ওবায়দুল কাদেরের চিকিৎসায় মেডিকেল বোর্ড
ওবায়দুল কাদের আইসিইউতে
হার্টে রিং পরানো হয়েছে, ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে ওবায়দুল কাদের