Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেজগাঁও রেললাইন বস্তির আগুন নিয়ন্ত্রণে


৩ মার্চ ২০১৯ ১৩:০৬

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে রেল লাইন বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (২ মার্চ) দুপুর পৌনে ১টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান সারাবাংলাকে  জানান, দুপুর ১২টা ১০ মিনিটে আগুন লাগে।

তিনি জানান, ওখানে বস্তি উচ্ছেদ অভিযান চলছিল। সেই সময় আগুন লাগে। আগুনের সূত্রপাত কীভাবে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনিফায়ার সার্ভিস। এতে হতাহতের কোন ঘটনাও ঘটেনি।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, সকাল থেকেই তেজগাঁও শিল্পাঞ্চল পুলিশের নেতৃত্বে বস্তি উচ্ছেদ চলছিল। বস্তিবাসী যখন জিনিসপত্র নিয়ে এলাকা ছাড়ছিল ঠিক সে সময় তারা আগুন দেখতে পান।

এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ সারাবাংলাকে বলেন, এই বস্তিটি মাদক ব্যবসায়ীদের আখড়া। এটি রেললাইনের জায়গা। আমাদের ওপর নির্দেশ ছিল এটি উচ্ছেদের । সকাল থেকে বুলডোজার দিয়ে এই উচ্ছেদ অভিযান চলছিল। উচ্ছেদের এক পর্যায়ে হঠাৎ পেছনের  আগুন লাগার খবর পাই। পরে স্থানীয়দের কাছে জানতে পারি -কেউ একজন ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়েছিল। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে।

সারাবাংলা/ইউজে/একে

আগুন তেজগাঁও ফায়ার সার্ভিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর