Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গান-বাজনার প্রতিবাদে বৃদ্ধ খুন, দুই আসামি রিমান্ডে


২০ জানুয়ারি ২০১৮ ১৮:৩৭

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: পুরান ঢাকার ওয়ারীতে বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে গান-বাজনার প্রতিবাদের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনার দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া এ মামলার অন্য দুই আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

ঢাকা মহানগর হাকিম ফাহাদবিন আমীন চৌধুরীর আদালত শনিবার এই আদেশ দেন।

ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন সারাবাংলায়

এর আগে, দুপুরে ওয়ারী থানার পুলিশের উপ-পরিদর্শক হারুন আর রশিদ আসামিদের ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আসামি জাহিদ ও সাজ্জাদ হোসেনের এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এছাড়া গ্রেফতার অপর আসামি রাইয়ান ইয়াসমিন ও আলতাফে  কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে, আসামি রাইয়ান ইয়াসমিন মহিলা হওয়ায় ও আলতাফ বয়স্ক হওয়ায় তাদের রিমান্ড নামঞ্জুর করেছে আদালত।

বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে গান-বাজনার প্রতিবাদ করায় গোপীবাগের রামকৃষ্ণ মিশন রোডের ৪৪ নম্বর বাড়ির সামনে শুক্রবার সকালে বৃদ্ধ নাজমুলকে পিটিয়ে হত্যা করা হয়।

সারাবাংলা/আরসি/এআই/একে

 

গান-বাজনা বিয়ের অনুষ্ঠান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর