এস্তোনিয়ায় জিতল সংস্কারপন্থী দল
৪ মার্চ ২০১৯ ১০:৫৭
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ক্ষমতাসীনদের হারিয়ে এস্তোনিয়ায় মধ্য-ডানপন্থী সংস্কারপন্থীরা দেশটির সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে। রিফোর্ম পার্টির চেয়ারম্যান কাজা কালাসের নেতৃত্বে দলটি পেয়েছে ২৯ শতাংশ ভোট। অপরদিকে ক্ষমতাসীন কোয়ালিশন ২৩% ভোট পায়।
রিফোর্ম পার্টি জয় পাওয়ায় কাজা কালাস হতে পারেন এস্তোনিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি জানান, কোয়ালিশন সরকার গঠনের জন্য তার দল উন্মুক্ত।
প্রায় আট লাখের ওপর এস্তোনিয়ার নাগরিকরা ই-ভোটিং এর মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। দেশটিতে এক শ এক সিটের পার্লামেন্ট রয়েছে। আনুপাতিক হারে পার্লামেন্ট সদস্যদের মনোনীত করবে দলগুলো।
নির্বাচনের আগেই ধারণা করা হয়েছিল এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে। রিফোর্ম পার্টি নির্বাচনি প্রচারণায় ট্যাক্স সংস্কার ও চাকরি ক্ষেত্রে সুবিধা বৃদ্ধির কথা দিয়েছিল।
গুরুত্বপূর্ণ জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য এস্তোনিয়া ১৯৯১ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।
সারাবাংলা/এনএইচ