লেকহেড গ্রামার স্কুলের মালিক ‘নিখোঁজ’
২০ জানুয়ারি ২০১৮ ২২:৫৯ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ২০:৩৫
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা : রাজধানীর লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হোসেন মতিনকে ‘খুঁজে পাওয়া যাচ্ছে না’। স্কুলের সামনে থেকে শনিবার বিকেল ৪টায় ৭/৮ জন লোক তাকে তুলে নিয়ে গেছে বলে গুলশান থানায় স্কুলের পক্ষ থেকে জিডি করা হয়েছে।
জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতা ও ধর্মীয় উগ্রবাদে উৎসাহ দেওয়ার অভিযোগে গত নভেম্বরে এই স্কুল বন্ধ করে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। পরে ঢাকার বিভাগীয় কমিশনারকে সভাপতি করে এবং সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়ে পরিচালনা পর্ষদ করে স্কুলটি চালুর নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত।
ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন সারাবাংলায়
স্কুল মালিকের নিখোঁজের বিষয়টি জানিয়েছে শনিবার সন্ধ্যায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্কুলটির প্রশাসনিক কর্মকর্তা ইদ্রিস আলী। জিডিতে উল্লেখ করা হয়েছে-খালেক হোসেন মতিন বিকেল চারটায় স্কুলের সামনে থেকে নিখোঁজ হয়েছেন। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। এমনকি পরিবার সদস্যরাও তার মোবাইল ফোনটি বন্ধ পাচ্ছেন।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন বলেন, এ ঘটনায় থানায় জিডি হয়েছে। জিডি নম্বর-১৩৭৮। পুলিশের উপ-পরিদর্শক সুব্রত কুমার পোদ্দারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
সারাবাংলা/এসআর/একে