Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলশান লেকে কিশোর নিখোঁজ, অভিযানে ডুবুরি দল


৫ মার্চ ২০১৯ ০১:০৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর গুলশান লেকে পড়ে গিয়ে সোহাগ (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ডুবুরি দলসহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। সোমবার (৪ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. সাখওয়াত হোসেন সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (৪ মার্চ) রাত সাড়ে নয়টায় বনানীর আনসার ক্যাম্পের পাশের গুলশান লেকে পড়ে নিখোঁজ হয় ওই কিশোর। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের তেঁজগাও ও হেডকোয়ার্টারের দু’টিসহ তিনটি ইউনিট কাজ করছে।

তিনি আরও বলেন, ‘রাত ৯টা ৪২ মিনিটে আমরা কিশোর সোহাগের নিখোঁজ হওয়ার খবর পাই। ৯টা ৫২ মিনিটে আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু রাত সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান এখনও চলমান আছে।’

কিভাবে ওই কিশোর পানিতে পড়লো এমন প্রশ্নে তিনি জানান, সোহাগসহ আরও তিন কিশোর লেকপাড়ে বসে ছিল। হঠাৎ কোনো এক ব্যক্তি পেছন থেকে তাদের ধাওয়া দেয় বলে শুনেছি। এরপর তারা দৌড়ে পালাতে গেলে সোহাগ লেকে পড়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ। কিছুদিন আগে দুর্ঘটনার কারণে ওই কিশোরের পায়ে রড় বসানো হয়েছে বলে জাানিয়েছে তার বন্ধুরা। তাই ধারণা করা হচ্ছে, হয়তো সেই কারণে ওই কিশোর সাঁতরাতে পারেনি।’

সোহাগের মা হাসপাতালে ভর্তি আছেন। তারা কড়াইল বস্তির বউবাজার এলাকায় থাকে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সারাবাংলা/এসএইচ/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

পাকিস্তানে শাকিব খানের ছবি
২০ অক্টোবর ২০২৪ ১৬:৪৮

সালমান খানের আফসোস
২০ অক্টোবর ২০২৪ ১৬:৪৩

সম্পর্কিত খবর