Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বীর মুক্তিযোদ্ধা কাদেরের সঙ্গে খালেদার তুলনা লজ্জাজনক: হানিফ


৬ মার্চ ২০১৯ ১২:৫৪

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট ।।

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘ওবায়দুল কাদের বীর মুক্তিযোদ্ধা। দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। তিনি দেশের শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন। তার সঙ্গে খালেদা জিয়ার তুলনা করা দুঃখজনক ও লজ্জাজনক।’

ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও খালেদা জিয়াকে কেন দেশে চিকিৎসা দেওয়া হচ্ছে বিএনপি নেতাদের এমন প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

বুধবার (৬ মার্চ) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে হানিফ আরও বলেন, ওবায়দুল কাদেরের সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামি বেগম খালেদা জিয়ার তুলনা করা ঠিক হবে না।

খালেদা জিয়া ভাল আছেন উল্লেখ করে তিনি বলেন, তাছাড়া ওবায়দুল কাদেরকে প্রথমদিকে দেশেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। যখন তার অবস্থা সংকটাপন্ন হয়েছে, তখন তাকে বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্বাভাবিকই আছে।

আরও পড়ুন: কা‌দেরের সব অর্গান কাজ করছে: হানিফ

বিএনপিকে উদ্দেশ্য করে হানিফ বলেন, তারা ক্ষমতায় থাকা অবস্থাতেও জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। জনগণ তাদের বিরুদ্ধে ছিল। এখন ক্ষমতায় না থাকা অবস্থায় জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা দেউলিয়া হয়ে গেছে।

হানিফ আরও বলেন, বিএনপির কর্মসূচি নিয়ে জনগণ এখন আর ভাবছে না। তারা সন্ত্রাসী, দুর্নীতিবাজ, দেউলিয়া দল। মানববন্ধনসহ যেসব কর্মসূচি পালন করে যাচ্ছে, এতে করে কোন ফলপ্রসূ ফলাফল আসবে না।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদেরের বর্তমান শারীরিক অসুস্থতা নিয়ে হানিফ বলেন, সবদিক থেকেই তিনি ভাল আছেন। তার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে। দুই-এক সপ্তাহের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরবেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের দেশের কার্ডিওলজি ডাক্তার ও সিঙ্গাপুরের ডাক্তাররা তাকে নিয়মিত পর্যবেক্ষণ করছেন। তাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি তিনি আগে থেকে অনেকটাই সুস্থ।

এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক রহমান, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুর সবুর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও উপ-দপ্তর সম্পাদক সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/এনএইচ

ওবায়দুল কাদের খালেদা জিয়া বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা মাহবুব উল আলম হানিফ

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর