দেশে সৌদির বড় বিনিয়োগ বিষয়ে বৈঠক বৃহস্পতিবার
৭ মার্চ ২০১৯ ০০:৫৯
স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: বিনিয়োগের উদ্দেশে সৌদি আরবের ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায়। সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী মাজেদ বিন আব্দুল্লাহ আল কাসাবি এবং অর্থনীতি ও পরিকল্পনামন্ত্রী মোহাম্মেদ বিন আলতোয়াজরি’র নেতৃত্বের এই প্রতিনিধি দলকে বাংলাদেশের উন্নয়নে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার প্রস্তাব দেয়ার কথা রয়েছে।
এই বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের সঙ্গে বৃহস্পতিবার (৭ মার্চ) প্রতিনিধি দলটির ঢাকার একটি অভিজাত হোটেলে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠান হবে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (৬ মার্চ) রাতে এক বার্তায় জানিয়েছে, ‘সৌদি প্রতিনিধিদল বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের সাথে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে করবেন। বাংলাদেশ প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী , পরিকল্পনামন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অন্তর্ভূক্ত থাকবেন। এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন অগ্রাধিকার খাতে সৌদি বিনিয়োগের বিষয়ে উপস্থাপন করা হবে। সৌদি প্রতিনিধিদল বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ এবং অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের দেয়া বিভিন্ন সুবিধা বা প্রনোদনা, বিনিয়োগের ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জগুলো ও এর প্রতিকার ইত্যাদি বিষয়ে মতবিনিময় করবেন।’
‘সৌদি প্রতিনিধিদল বুধবার(৬ মার্চ) রাতের বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছাবেন এবং দিনভর কর্মসূচী শেষে বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে ঢাকা ছেড়ে যাবেন’, উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, ‘সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়কমন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বুধবার ও বৃহস্পতিবার (৬ ও ৭ মার্চ) বাংলাদেশ সফর করছেন। সৌদি পাবলিক ইনভেষ্টমেন্ট ফান্ড এবং সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ছাড়াও সৌদি আরবের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি কোম্পানীর প্রতিনিধিসহ প্রায় ৩৫ জনের একটি প্রতিনিধিদল এ সফরে অন্তর্ভূক্ত রয়েছেন।’
সৌদি প্রতিনিধিদল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করবেন বলে জানা গেছে। এই সফরে বাংলাদেশে সৌদি বিনিয়োগ সংক্রান্ত একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই সফরে সৌদির ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা বাংলাদেশের একাধিক বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বিনিয়োগের ঘোষণা দিতে পারেন। যার মধ্যে সারাদেশের মধ্যে উচ্চ গতির ট্রেন যোগাযোগ ব্যবস্থা উন্নত করা। এই প্রকল্প বাস্তবায়নে মোট ৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে পারে সৌদি আরব। এ ছাড়া বিমান যোগাযোগ পথের উন্নয়ন, একাধিক শিল্প স্থাপনসহ আরো কমপক্ষে ১৫ টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিনিয়োগ করতে পারে সৌদির ব্যবসায়ীরা। মোট বিনিয়োগের আকার হতে পারে কমপক্ষে ৩০ বিলিয়ন মার্কিন ডলার।
‘সফরটি খুব ইতিবাচক হবে’ উল্লেখ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ’র (বিডা) চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম সারাবাংলা’কে বলেন, ‘এ্ই সফরে উন্নয়ন ও বিনিয়োগ সংক্রান্ত একাধিক সমাঝোতা স্মারক (এমওইউ) এবং চুক্তি স্বাক্ষর হতে পারে।’
‘সৌদি প্রতিনিধি দলকে আমরা বেশকিছু বড় ধরনের প্রকল্পে বড় ধরনের অঙ্কের বিনিয়োগের প্রস্তাব দিব’, জানিয়ে বিডার চেয়ারম্যান বলেন, ‘যেমন সবগুলো বিভাগকে ঢাকার সঙ্গে উচ্চ গতির (হাই স্পিড) ট্রেন যোগাযোগ সংক্রান্ত একটি বৃহৎ প্রকল্প রয়েছে। যা বাস্তবায়নে ৮ থেকে ১০ বিলিয়ন মার্কিন ডলার লাগতে পারে। এমন বেশ কয়েকটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা প্রস্তাব দিব।’
সারাবাংলা/জেআইএল/