কাকরাইলে মা-ছেলে হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু
৭ মার্চ ২০১৯ ১৯:০২
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর কাকরাইলে মা ও ছেলেকে গলা কেটে হত্যা মামলায় বাদী আশরাফ আলী জবানবন্দি গ্রহণের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলামের আদালতে বাদী তার জবানবন্দি দেন।
এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। কিন্তু এদিন জেরা শেষ না হওয়ায় আদালত আগামী ৪ এপ্রিল অবশিষ্ট জেরা এবং অপর সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন।
এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. আলী হোসেন নিহত শামসুন্নাহারের স্বামী আব্দুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী শারমিন মুক্তা, মুক্তার ভাই আল- আমিন ওরফে জনিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছর ১ নভেম্বরে সন্ধ্যায় কাকরাইলের আঞ্জুমান মুফিদুল ইসলাম রোডের ৭৯/১ বাড়িতে শামসুন্নাহার (৪৫) ও তার ছেলে শাওনকে গলা কেটে হত্যা করা হয়।
মামলার আসামি নিহতের স্বামী আবদুল করিম পুরান ঢাকার শ্যামবাজারের ব্যবসায়ী। তিনি আঁদা-রসুন- পেঁয়াজ আমদানিকারক।
ওই ঘটনায় গত ২ নভেম্বর নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় নিহতের স্বামী আব্দুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী শারমীন মুক্তা, মুক্তার ভাই জনিসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।
সারাবাংলা/এআই/একে