Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাবুলের হোটেলে হামলা: পাঁচজন নিহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে


২১ জানুয়ারি ২০১৮ ১৩:০৭

আন্তর্জাতিক ডেস্ক

বন্দুকধারীদের হামলার ১২ ঘণ্টা পরে কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের নিয়ন্ত্রণ নিয়েছে সে দেশের বিশেষ বাহিনী।

এ ঘটনায় দুই বিদেশি নাগরিকসহ ৫ জন মারা গেছে, এছাড়াও ছয়জন আহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক মুখপাত্র। ১২০ জন অতিথিকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে

শনিবার সন্ধ্যায় বন্দুকধারীরা ওই হোটেল প্রবেশ করে। এরপর তারা অতিথিদের দিকে গুলি ও গ্রেনেড ছুঁড়তে থাকে।

আফগানের বিশেষ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার ও হোটেলে আটকা পড়া অতিথিদেরকে উদ্ধারের চেষ্টা করে।

উদ্ধার হওয়া অতিথির মধ্যে ৪১ জন বিদেশি নাগরিক ছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রথমে চারজন বন্দুকধারীর কথা বলা হলেও পরে তিনজন বলে হয়েছে। আর ওই তিন জনই বিশেষ বাহিনীর গুলিতে মারা গেছে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

তবে এখন পর্যন্ত কোন পক্ষই এ ঘটনার দায় স্বীকার করেনি। যদিও ২০১১ সালে ওই হোটেলে তালেবান হামলা করেছিল।

কাবুলের হোটেলে হামলা : দুই বন্দুকধারী নিহত

সারাবাংলা/ এসআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর