Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেলেনি অনুমতি, হচ্ছে না বান্দরবানের ঐতিহ্যবাহী রাজপুণ্যাহ মেলা


৭ মার্চ ২০১৯ ২২:৪৮

।। মো. ইসহাক, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বান্দরবান: প্রশাসনের অনুমতি না মেলায় বান্দরবানের ঐতিহ্যবাহী রাজপুণ্যাহ মেলা হচ্ছে না এবার। আগামীকাল শুক্রবার এই উৎসব শুরুর কথা ছিল। তবে মেলা না হলেও খাজনা আদায়ী অনুষ্ঠান চলবে।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি বান্দরবানে রাজার কার্যালয়ে বোমাং রাজা উচ প্রু আনুষ্ঠানিকভাবে তিন দিনের এ মেলা ও খাজনা আদায় অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিলেন। এটি ছিল ১৭তম বোমাং রাজার ১৪১তম মেলা।

তবে এরইমধ্যে মেলা উপলক্ষে বিভিন্ন জেলা থেকে বিক্রেতারা ট্রাকে করে দোকানে বিক্রির জন্য পণ্য নিয়ে এসেছেন। তারা দোকানের ভাড়াও পরিশোধ করেছেন। তাই বান্দরবানে এসে মেলা হবে না জানতে পেরে বিপাকে পড়েছেন তারা।

চট্টগ্রাম থেকে আসা এক বিক্রেতা বলেন, ‘আমি দোকান ভাড়া বাবদ ১৪ হাজার টাকা পরিশোধ করেছি। এছাড়া চট্টগ্রাম থেকে ট্রাকে করে মালামাল আনতে আরো প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে। এখন কী করবো কিছুই বুঝে উঠতে পারতেছি না।’

আরও কয়েকজনের বিক্রেতাও বলেন একই কথা। তারা বলছেন, ‘এত টাকা খরচ করে বান্দরবানে এসেছি, এখন আবার ফিরে যেতে হবে। এখন এই ক্ষতি কিভাবে সামাল দেবো?’

বান্দরবান চালবাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও দোকানের দায়িত্বে থাকা মো. আলি বলেন, ‘শেষ মুহূর্তে প্রশাসন অনুমতি না দেওয়ায় এবার মেলা হচ্ছে না। আমরা যাদের কাছ থেকে দোকান ভাড়া নিয়েছি, তাদের টাকা ফেরত দেওয়ার চেষ্টা করছি।’

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেন, ‘সামনে উপজেলা নির্বাচন। এখন সময়টাও স্পর্শকাতর। মেলার জন্য আবেদন করলেও কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি। আর অনুমতি দেওয়ার সম্ভাবনাও নেই। বিষয়টি জেলা প্রশাসককেও জানিয়ে দিয়েছি।’

বিজ্ঞাপন

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম বলেন, ‘নিরাপত্তার বিষয়টি পুলিশ দেখবে। পুলিশ যদি অনুমতি না দেয় তাহলে আমিও দিতে পারবো না।’

তবে এ বিষয়ে জানার জন্য বোমাং রাজা উচ প্রু মারমাকে কয়েকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর