Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি’র সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা কাল


৮ মার্চ ২০১৯ ১২:২০ | আপডেট: ৮ মার্চ ২০১৯ ১২:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ঢাবি করেসপন্ডেন্ট।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা বসছে কাল শনিবার (৯ মার্চ)। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চার হাজারেরও বেশি ঢাবির সাবেক শিক্ষার্থীরা অংশ নেবেন এই পুনর্মিলনীতে।

বৃহস্পতিবার (৭ মার্চ) ঢাবি সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠিত হবে ২০২১ সালে। শতবর্ষ পূর্তির সেই অনুষ্ঠানটি আড়ম্বরপূর্ণ করতেই এই মিলনমেলার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে এরই মধ্যে চার হাজারের বেশি সাবেক শিক্ষার্থী নিবন্ধন করেছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯ মার্চ সকাল ৮টা থেকে পুনর্মিলনীর আনুষ্ঠানিকতা শুরু হবে। সকাল ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও শত বছরের স্মৃতি বিজড়িত প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শন করা হবে। এরপর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ স্বনামধন্য শিক্ষাবিদ, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। পুনর্মিলনীতে উপস্থিত অতিথিদের জন্য আড্ডা ও গ্রুপ ফটোসেশনের ব্যবস্থাও থাকবে। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।

সারাবাংলা/কেকে/টিআর

ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী

বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস সহনীয়
৫ জুলাই ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর