Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভেনেজুয়েলাজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন


৮ মার্চ ২০১৯ ১৭:৩৩

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ভেনেজুয়েলার অধিকাংশ অঞ্চলে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে রাজধানী ক্যারাকাস থেকে শুরু করে অন্যান্য অঞ্চল অন্ধকারে ডুবে গেছে। খবর বিবিসির।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পেছনে বিরোধীদলকে দুষেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বিরোধীদলের বিরুদ্ধে নাশকতার অভিযোগ এনেছেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে তীব্র রাজনৈতিক টানাপোড়ন বিরাজ করছে ভেনেজুয়েলায়। দেশটির গত নির্বাচন প্রত্যাখ্যান ও মাদুরো সরকারকে অবৈধ ঘোষণা করে জানুয়ারি মাসে নিজেকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধী নেতা ও ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান হুয়ান গুয়াইদো। তার ঘোষণার প্রতি সমর্থন জানায় যুক্তরাষ্ট্রসহ ৫০টিরও বেশি দেশ।

মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে অভ্যুত্থানের চেষ্টা করছেন গুয়াইদো।

ভেনেজুয়েলা

বিদ্যুৎ বিচ্ছিন্নতা

ভেনেজুয়েলা তেলসমৃদ্ধ দেশ হলেও দেশের বিদ্যুৎ উৎপাদিত হয় হাইড্রোইলেকট্রিক অবকাঠামোর ওপর। কিন্তু কয়েক দশক ধরে দেশটির একাধিক প্রধান বাধ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়েছে ও দেশের বিভিন্ন অঞ্চলে প্রায়ই বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা ঘটে।

গুয়াইদো বলেছেন, এই বিদ্যুৎ বিচ্ছিন্নতা হচ্ছে বিশৃঙ্খলা, উদ্বেগ ও রাগের বিষয়। এটা ক্ষমতাসীনদের অদক্ষতার প্রমাণ।

তিনি বলেন, মাদুরো ক্ষমতা থেকে সরলে আলো ফিরে আসবে।

এদিকে, গুয়াইদোর কথা আরও জোরদার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি এই বিদ্যুৎ বিচ্ছিন্নতার জন্য মাদুরো সরকারের অদক্ষতাকে দোষ দিয়েছেন।

বিজ্ঞাপন

এক টুইটে পম্পেও বলেন, খাবার নেই। ওষুধ নেই। আর এখন, কোন বিদ্যুৎ নেই। আগামীতে কোন মাদুরো থাকবে না।

সারাবাংলা/ আরএ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর