ঢাবি ক্যাম্পাসে ছাত্রসমাজকে বাম সংগঠনের ধাওয়া
৯ মার্চ ২০১৯ ১৩:২৭
।। ঢাবি করেসপন্ডেন্ট।।
ঢাকা: জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্রসমাজকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। শনিবার বেলা সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রসমাজের ২০-২৫ জন নেতাকর্মী বেলা সোয়া ১২টার দিকে মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল বের করতে যায়। এ সময় মধুর ক্যান্টিনে থাকা প্রগতিশীল জোটের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত এ সংগঠন আসার প্রতিবাদে প্রগতিশীল জোটের নেতাকর্মীরা মিছিল বের করেন।
মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বলেন, ‘ক্যাম্পাসে কোনো অগণতান্ত্রিক ছাত্র সংগঠনের কার্যক্রম আমরা বরদাশত করব না। বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচনের মাধ্যমে এ সব অগণতান্ত্রিক শক্তিকে পুনর্বাসন করতে চেষ্টা করছে। আমরা এর প্রতিবাদ জানিয়েছি।’
সারাবাংলা/কেকে/একে