মানবতাবিরোধী অপরাধ: ময়মনসিংহের ৫ জনের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত
১০ মার্চ ২০১৯ ১৪:১৮
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপহরণ,নির্যাতন,হত্যা, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের কিতাব আলী ফকির সহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা।
আসামীদের বিরুদ্ধে এক নারীকে ধর্ষনের পর হত্যাসহ ৪৫জনকে হত্যা, ৭ জনকে অপহরন, আটক ও নির্যাতন এবং একজনকে দেশান্তর করার অভিযোগ রয়েছে।
রোববার (১০মার্চ ) রাজধানীর ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে সংস্থার প্রধান আব্দুল হান্নান খান সাংবাদিকদের এসব তথ্য জানান।
আব্দুল হান্নান খান জানান, আসামীদের মধ্যে ৩ জন গ্রেফতার ও বাকি ২ জন পলাতক আছেন। গ্রেফতার হয়ে কারাগারে আছেন-মো.কিতাব আলী(৮৫), মো:জনাব আলী (৬৮) ও মো: আব্দুল কুদ্দুছ( ৬২)।
মামলায় ৫০ পৃষ্ঠার মূল প্রতিবেদনের সঙ্গে নথিপত্র এবং তদন্ত কর্মকর্তাসহ ২৫জন সাক্ষী করা হয়েছে।
সারাবাংলা/ এজেডকে/ জেডএফ