Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাকে অপহরণ


২১ জানুয়ারি ২০১৮ ১৬:১০ | আপডেট: ১৮ মার্চ ২০১৮ ১৬:৫২

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেনকে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। মোতালেব হোসেনের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায় এবং তি‌নি রাজধানীর গ্রিন রোডে সরকারি স্টাফ কোয়ার্টারে থা‌কেন।

হাজারীবাগ থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) মীর আলিমুজ্জামান জানান, যে স্থান থে‌কে তি‌নি নি‌খোঁজ হ‌য়ে‌ছে,  পু‌লিশ ওই ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। এ ঘটনায় হাজারীবাগ থানায় এক‌টি সাধারণ ডা‌য়ে‌রি (জি‌ডি) করা হ‌য়েছে। আমরা পু‌রো ঘটনা‌টি খতিয়ে দেখ‌ছি।

প্রত্যক্ষদর্শী‌দের বরাত দি‌য়ে পু‌লিশ জানায়, বছিলা ব্রিজের কাছে মোতালেব হোসেনের বাড়ি নির্মাণের কাজ চলছে। শ‌নিবার বিকেলে তিনি বা‌ড়ির নির্মাণ কাজ দেখতে যান। এ সময় তিন-চারজন অজ্ঞাত ব্য‌ক্তি নির্মাণাধীন ভবনের নিরাপত্তারক্ষীর কাছে তার সম্পর্কে জানতে চান়। মোতালেব হোসেন নির্মানাধীন ভব‌নের ছা‌দে আ‌ছেন-‌নিরাপত্তারক্ষী‌দের কা‌ছে এ তথ্য জানার পর অজ্ঞাত ব্য‌ক্তিরা সেখা‌নে যান।

খেলা দেখুন LIVE

বা‌ড়ি ভাড়া নেওয়ার আ‌লোচনা কর‌তে কর‌তে তারা মোতালেব হোসেনকে নি‌চে না‌মি‌য়ে আ‌নেন। প‌রে তারা নিচে থাকা মাইক্রোবাসে মোতালেবকে তুলে নেন।

এর আ‌গে, গত বৃহস্পতিবার বনানী এলাকা থেকে নাসির উদ্দিন নামে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মচারী নিখোঁজ হন।

সারাবাংলা/এসআর/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর