Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান ৪ জোটের


১১ মার্চ ২০১৯ ১৩:১৯

।। ঢাবি করেসপন্ডেন্ট ।।

বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের প্রতি ‘ঘৃণা’ জানিয়ে ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান করেছে ৪টি জোট। সোমবার (১১ মার্চ) দুপুর ১টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে তারা এই নির্বাচন প্রত্যাখ্যান করে। একইসঙ্গে তারা আগামীকাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জনের ডাক দিয়েছে।

ওই ৪টি জোট হচ্ছে- বাম সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও স্বতন্ত্র জোট।

সংবাদ সম্মেলনে বলা হয়, এই জালিয়াতির নির্বাচন বাতিল করে পুনঃতফসিল ঘোষণা করতে হবে। নতুনভাবে ভোট হতে হবে একাডেমিক ভবনে। সেই নির্বাচনে ব্যালট বাক্স হতে হবে স্বচ্ছ।

এছাড়া এই ভোট জালিয়াতির প্রতিবাদে আগামীকাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে জোটগুলোর পক্ষ থেকে।

এর আগে, সকাল থেকেই নানা অনিয়মের মধ্য দিয়ে ডাকসুতে ভোট গ্রহণের অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে উদ্ধার করা হয় আগে থেকেই সিল মেরে রাখা ব্যালট। এছাড়া জোটের বিভিন্ন প্রার্থীরা হামলার শিকার হন।

সারাবাংলা/কেকে/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর