Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিসির বাসভবনে অবস্থান ছাত্রদলের, বিক্ষোভ মিছিল ৪ ছাত্র জোটের


১১ মার্চ ২০১৯ ১৪:২০

।। সারাবাংলা টিম।।

ঢাকা: ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের (ভিসি) বাসভবনের সামনে অবস্থায় নিয়েছে ছাত্রদল। এছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী চার প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন।

দুপুর ২টার দিকে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় ছাত্রদল। একই সময়ে সিনেট ভবনের সামনে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চার প্যানেলের প্রার্থী সমর্থকরা। বিক্ষোভকারীরা প্রথমে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয়। পরে সেখান থেকে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দেন।

বিক্ষোভ মিছিলকারী চার জোট হচ্ছে বাম সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও স্বতন্ত্র জোট।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভিসির বাসভবনের সামনে পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে, সোমবার (১১ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে ছাত্রদলের অন্তত দেড় শতাধিক নেতাকর্মী ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নেন।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা এ সময় ‘প্রহনের নির্বাচন মানি না, মানব না’ স্লোগান দেন।

ভিসির কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান নেওয়ার পর ছাত্রদলের নেতাকর্মীরা ভিসির বাসভবনের দিকে যান।

উল্লেখ্য সোমবার ডাকসু নির্বাচন চলাকালে বেশকিছু অনিয়মের অভিযোগ ওঠে। বাংলাদেশ কুয়েত-মৈত্রী হলে বস্তাভর্তি সিলমারা ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় তিন ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে ১১টা ১০ মিনিটে ওই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

এর কিছুক্ষণ পর রোকেয়া হলের একটি কক্ষ থেকে তিনটি ব্যালট বাক্স উদ্ধার করেন সাধারণ শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এসব ঘটনায় ছাত্রলীগ ছাড়া অন্য প্যানেলের প্রার্থীরা ভোট বর্জন করেছেন।

সারাবাংলা/কেকে/জিএস/টিএস/একে

আরও পড়ুন

ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান ৪ জোটের
ছাত্রলীগ ছাড়া সব সংগঠনের ডাকসু নির্বাচন বর্জন
তিন ঘণ্টা পর কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ শুরু
কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট বরখাস্ত
কুয়েত মৈত্রী হলে সিলমারা ব্যালট পেপার উদ্ধার, ভোটগ্রহণ স্থগিত
চিফ রিটার্নিং কর্মকর্তা লাঞ্ছিত

ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর