Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিসির পদত্যাগ ও ফের নির্বাচন দাবি


১১ মার্চ ২০১৯ ১৫:১০

।। সারাবাংলা টিম।।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও তার তাদের সমর্থকরা। ভিসির পদত্যাগ ও ফের ডাকসু নির্বাচন চেয়ে তারা সেখানে অবস্থান করছেন।

সোমবার (১১ মার্চ) দুপুর আড়াইটার দিকে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও স্বতন্ত্র জোট। এর মিনিট দশেক পর তাদের সঙ্গে যোগ দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।

ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে বামজোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী উম্মে হাবীবা বেনজীর বলেন, ‘আগের রাতের ভোট মানি না। কারচুপি করে প্রশাসন আগের রাতেই ভোট দেওয়ায় সহযোগিতা করেছে। আমরা ফের ডাকসু নির্বাচন চাই।’

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী ফারুক আহমেদ বলেন, ‘আমরা বিচার চাই। প্রশাসনের পদত্যাগ চাই। আবার নির্বাচন চাই।’

সেখানে অবস্থান নিয়ে বক্তৃতা করেন বামজোটের ভিপি প্রার্থী লিটন নন্দী, স্বতন্ত্র প্রার্থী অরণী সেমন্তী খানসহ অন্যরা।

সারাবাংলা/জিএস/কেকে/টিএস/একে

আরও পড়ুন:

ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান ৪ জোটের
ছাত্রলীগ ছাড়া সব সংগঠনের ডাকসু নির্বাচন বর্জন
তিন ঘণ্টা পর কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ শুরু
কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট বরখাস্ত
কুয়েত মৈত্রী হলে সিলমারা ব্যালট পেপার উদ্ধার, ভোটগ্রহণ স্থগিত
চিফ রিটার্নিং কর্মকর্তা লাঞ্ছিত

ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর