Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুহসীন হলে পূর্ণাঙ্গ প্যানেলে ছাত্রলীগের জয়


১১ মার্চ ২০১৯ ১৭:৪৭

।। ঢাবি করেসপন্ডেন্ট ।।

বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের হল সংসদের ফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত পাওয়া ফলে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের হল সংসদে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে ছাত্রলীগ।

সোমবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে মুহসীন হলের হল সংসদের ফল ঘোষণা করেনে হল প্রাধ্যক্ষ নিজামুল হক ভূইয়া ও হলের রিটার্নিং কর্মকর্তারা।

আরও পড়ুন- ওএমআর মেশিনে ভোট গণনা চলছে

ঘোষিত ফল অনুযায়ী, এই হলে সহসভাপতি (ভিপি) হয়েছেন ছাত্রলীগ প্যানেলের শহিদুল হক শিশির ও সাধারণ সম্পাদক হয়েছেন একই প্যানেলের মেহেদী হাসান মিজান। এর মধ্যে শিশির পেয়েছেন ৭৬০ ভোট, মিজান পেয়েছেন ৬২১ ভোট। এই হলে ১০২৪টি ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। হল সংসদের বাকি পদগুলোতেও জিতেছেন ছাত্রলীগের প্রার্থীরা।

তারা হলেন— সাধারণ সম্পাদক (এজিএস) পদে সাদিল আব্বাস, সাহিত্য সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন, সাংস্কৃতিক সম্পাদক পদে ইমরান হাসান, রিডিং রুম সম্পাদক পদে বিল্লাল হোসেন, ইনডোর ক্রীড়া সম্পাদক পদে শাহরিয়ার সনেট, আউটডো ক্রীড়া সম্পাদক পদে জাহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক পদে আবুল হোসেন এবং সদস্য পদে আব্দুর রহমান, শাহ ইবনে সোয়াদ, জাহাঙ্গীর আলম ও মুহাজিদুল ইসলাম।

আরও পড়ুন- নুর শিক্ষার্থীদের স্বপ্ন ছিনতাই করেছে: রাব্বানী

এর আগে, সোমবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মেয়েদের দু’টি হল বাদে বাকি ১৬টি হলে সকাল ৮টা থেকে শুরু হয় ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ। অনিয়মের অভিযোগ ওঠায় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ভোটগ্রহণ শুরু হয় সকাল ১১টা ১০ মিনিটে। বিকেল ৫টার দিকে শেষ হয় হলটির ভোটগ্রহণ।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ঢাবিতে লাগাতার ছাত্র ধর্মঘটের ডাক

এদিকে, রোকেয়া হলের ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় এক ঘণ্টা পর। আবার দুপুর ১২টার দিকে রোকেয়া হল থেকে ব্যালট ভর্তি বাক্স উদ্ধারের পর ভোটগ্রহণ স্থগিত করা হয়। বিকেল ৩টার পর রোকেয়া হলে আবার ভোটগ্রহণ শুরু হয়। ওই হলের ভোটগ্রহণ সন্ধ্যা ৬টার পর শেষ হবে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক আবদুল বাছির জানান, রোকেয়া হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ভোট দেরিতে শুরু হওয়ায় হল দু’টোর ভোটগণনা শুরু হবে সন্ধ্যায়।

আরও পড়ুন- ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান ৪ জোটের

এদিকে, ডাকসু নির্বাচনের ভূয়সী প্রশংসা করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ‘প্রথমে আমি শিক্ষার্থীদের ধন্যবাদ দিই। তারা শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে। আমি এটির ভূয়সী প্রশংসা করি।’ এ নির্বাচনের মাধ্যমে সামনের দিনগুলোতেও গণতান্ত্রিক রীতি-নীতি নতুন মাত্রায় এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা পাচ্ছেন বলে জানান তিনি।

তবে বিভিন্ন অনিয়মের অভিযোগে ছাত্রলীগ ছাড়া ডাকসু নির্বাচনে অংশ নেওয়া সবগুলো ছাত্র সংগঠনের প্যানেলই নির্বাচন বর্জন করেছে। দুপুর ১টায় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের প্রতি ‘ঘৃণা’ জানিয়ে ডাকসু নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দেয় চার জোট। এসময় বাম ছাত্র সংগঠনগুলোর দুই জোট ‘প্রগতিশীল ছাত্র জোট’ ও ‘সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য’ লাগাতার ধর্মঘটের ডাক দেয়। বিভিন্ন প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকরা ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে ভিসির পদত্যাগ ও ফের ডাকসু নির্বাচন চেয়ে বিক্ষোভ করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ভিসির বাসভবনে অবস্থান ছাত্রদলের, বিক্ষোভ মিছিল ৪ ছাত্র জোটের

তবে ডাকসু নির্বাচন ঘিরে ছাত্রলীগের বিপক্ষে ষড়যন্ত্র হয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ। বিকেলে মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগকে ঠেকাতে এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে ছাত্র ইউনিয়নের লিটন নন্দী, কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর ও ছাত্রদলের অনিক একজোট হয়েছে ষড়যন্ত্র মঞ্চায়ন করেছে। বিভিন্ন জোটের পক্ষ থেকে নতুন করে ডাকসু নির্বাচনের দাবিকে হাস্যকর বলে আখ্যা দেন ছাত্রলীগ সভাপতি।

https://youtu.be/GIf1WGLRJd4

সারাবাংলা/কেকে/টিআর

ছাত্রলীগ ডাকসু নির্বাচন মুহসীন হল

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর