অজ্ঞান পার্টির খপ্পরে ৫ লক্ষাধিক টাকা খোয়া
২১ জানুয়ারি ২০১৮ ১৬:৫৬ | আপডেট: ২১ জানুয়ারি ২০১৮ ১৭:০৭
ঢামেক করেসপন্ডেন্ট
ঢাকা : ঢাকার মোহাম্মদপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ লাখ ২০ হাজার টাকা খুইয়েছেন বেসরকারি এক চাকরিজীবী। রোববার দুপুরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া শাহজাহান মাহমুদ চিটাগং ডেনিম মিলস লিমিটেডের হিসাব রক্ষক কর্মকর্তা। তার চাকরিরস্থল মহাখালী ডিওএইচএস এলাকায়।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মনির আলম জানান, গুলশানের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখা থেকে অফিসের টাকা তুলতে আজ বেলা ১২টার দিকে বের হন শাহজাহান। এরপর বেলা দেড়টার দিকে তার মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে মোহাম্মদপুর শিয়া মসজিদ সংলগ্ন আলিফ বাস কাউন্টারে পরিবহনের একটি বাস থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, একটি মেসেজের মাধ্যমে আমরা জানতে পেরেছি, শাহজাহান ব্যাংক থেকে ৫ লাখ ২০ হাজার টাকা তুলেছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, শাহজাহানের পাকস্থলি ওয়াশ করা হয়েছে। তিনি এখন মেডিসিন বিভাগে ভর্তি রয়েছেন।
সারাবাংলা/এসএসএ/একে