Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে বামজোটের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৮


১২ মার্চ ২০১৯ ১৫:২২

।। চবি করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। হামলায় আটজন নেতাকর্মী আহত হয়েছেন। ডাকসু নির্বাচন প্রত্যাখান করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকা ছাত্র ধর্মঘটের সমর্থনে প্রগতিশীল ছাত্রজোট এই বিক্ষোভ মিছিল বের করেছিল। মিছিলে হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে তারা।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের চবি শাখার সভাপতি আবিদ খন্দকার, সাধারণ সম্পাদক সাইমা আক্তার নীপা ও সাংগঠনিক সম্পাদক জান্নাত মাওয়া মুমু, চবি ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাহবুবা জাহান রুমি এবং অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র রাজেশ্বর দাশগুপ্ত, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সংস্কৃত বিভাগের জনি কান্ত রায় ও নাট্যকলা বিভাগের মুশফিক উদ্দিন ওয়াসি। আহত আরেকজনের নাম পাওয়া যায়নি।

চবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক গৌরচাঁদ ঠাকুর সারাবাংলাকে বলেন, ‘আমরা মিছিল নিয়ে চাকসু ভবনের সামনে থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আসার পর আকস্মিকভাবে ছাত্রলীগের কিছু সন্ত্রাসী লাঠিসোঠা নিয়ে আমাদের উপর হামলা করে। এসময় তারা প্রগতিশীল ছাত্রজোটের নারীকর্মীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।’

আক্রান্ত আবিদ খন্দকার সারাবাংলাকে বলেন, ‘হামলাকারীরা মারধরের সময় বলেছে- ভবিষ্যতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিছিল-মিটিং করতে হলে ছাত্রলীগের অনুমতি নিতে হবে। এই ক্যাম্পাস নাকি ছাত্রলীগের। তারা আমাদের ছাত্রীদের অশ্লীল ভাষায় গালিগালাজের পাশাপাশি তাদের সঙ্গে খুবই বাজে আচরণ করেছে।’

বিজ্ঞাপন

জানা গেছে, হামলায় আহতদের প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘প্রগতিশীল ছাত্রজোট যে ক্যাম্পাসে কর্মসূচি পালন করবে, সেটা আমাদের আগে থেকে জানানো হয়নি। আগে থেকে জানলে আমরা নিরাপত্তার ব্যবস্থা করতাম। এরপরও খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হামলার সত্যতা স্বীকার করেন চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুল। তিনি সারাবাংলাকে বলেন, ‘ছাত্রলীগের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেওয়া হচ্ছিল। সেটা সহ্য করতে না পেরে জুনিয়ররা মিছিল ভণ্ডুল করে দিয়েছে।’

সোমবার (১১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভিপি পদে কোটা আন্দোলনকারীদের নেতা নুরুল হক নুর এবং জিএস পদে ছাত্রলীগের গোলাম রাব্বানী জয়ী হয়েছেন। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালন করছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য।

সারাবাংলা/সিসি/আরডি/এসএমএন

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর