Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী


১২ মার্চ ২০১৯ ২০:৪৭

ফাইল ছবি

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

নারায়ণগঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মানুষের জানমাল রক্ষায় ফায়ার সার্ভিসের সামর্থ্য বৃদ্ধিতে কাজ করছে সরকার। এ ছাড়া সম্প্রতি চকবাজারের অগ্নিদুর্ঘটনা, নৌডুবিসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় প্রতিষ্ঠানটি প্রশংসনীয় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১২ মার্চ) রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১২ নম্বর সেক্টর এলাকায় নিজস্ব কার্যালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নবনিযুক্ত অফিসারদের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন: প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলতে পারব না: স্বরাষ্ট্রমন্ত্রী

নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ফায়ার সার্ভিসের দক্ষতা বাড়াতে ও অলিগলিতে এ সেবা পৌঁছে দিতে মোটরসাইকেলসহ বিশেষ আধুনিক যানবাহন যুক্ত করা হয়েছে। এ ছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বহুতল ভবনের যে কোনো দুর্যোগ মোকাবিলায় সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। এখন থেকে এই সেবার কর্মযজ্ঞে আপনারাও সংযুক্ত হলেন।

তিনি বলেন, প্রতিনিয়ত অনুশীলনের মধ্য দিয়ে একজন সত্যিকারের অগ্নিসেনা উদ্ধারকর্মী হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা অব্যাহত রাখতে হবে।

আরও পড়ুন: ইয়াবা কারবারিদের শেষ রক্ষা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খানসহ স্বরাষ্ট্র ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

এদিন মন্ত্রী ফায়ার সার্ভিস নির্বাচিত বিভিন্ন অবদানের জন্য তিন চৌকস কর্মকর্তাকে মেডেল পরিয়ে দেন। পরে নবনির্মিত মাল্টিপারপাস শেডের উদ্বোধন ও অধিদপ্তরে নতুন সংযোজিত গাড়ি পাম্প পরিদর্শন করেন।

সারাবাংলা/এমএইচ

ফায়ার সার্ভিস স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর